ইমেইল সেবা নিয়ে আসছে জুম
- মামুন আল করিম
- ২৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০৫
ভিডিও কনফারেন্স সফটওয়্যার হিসেবে জনপ্রিয়তা পেলেও এবার গুগল ও মাইক্রোসফটকে টেক্কা দিতে নিজস্ব মেইল সেবা ও ক্যালেন্ডার অ্যাপ আনতে যাচ্ছে জুম। চলতি বছরের শেষ দিকে এই ফিচার উন্মুক্ত হতে পারে। জুম তাদের ইমেইল ও ক্যালেন্ডার প্ল্যাটফর্মের নাম রাখতে চলছে জেড-মেইল ও জেড-ক্যাল। জানা গেছে, প্রায় দু’বছর ধরে এই পরিষেবার ওপর কাজ করছে জুম। এই বছরের নভেম্বরে জুমটোপিয়া কনফারেন্স এই দুই পরিষেবা সংক্রান্ত তথ্য অথবা এই দুই প্ল্যাটফর্ম উন্মোচন করতে পারে জুম।
নতুন সেবা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি জুম। তাই জুমের নতুন সেবা সম্পর্কে জানতে আগামী নভেম্বর পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। করোনাভাইরাস মহামারীতে বাসা থেকে কাজ করা কর্মীর সংখ্যা বৃদ্ধির কারণে ব্যবসা লাফিয়ে বেড়েছে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম প্রতিষ্ঠানটির। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, জুমে মেইল সেবা ব্যবহারের মানুষকে আগ্রহী করা কঠিন হবে। কারণ, এ ক্ষেত্রে জিমেইল ও আউটলুকের মতো সেবাগুলো এখনো মানুষ আস্থার সাথে ব্যবহার করছেন। তাই নতুন সেবা চালুর পরপরই জুমকে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে। বর্তমানে ভিডিও কল ও ইমেইল একসাথে সেবা দিচ্ছে জি-মেইল।
জুমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এরিক ইউয়ান জানান, ব্যবসায়ীদের জন্য যে জিনিস আমি তৈরি করেছিলাম, সেটি এখন মানুষের দৈনন্দিন জীবনের অংশ হতে চলেছে। তবে শুরুতে কেউই জুমের এমন অবভাবনীয় সাফল্য কল্পনা করেননি। কারণ, ক্যারিয়ারের প্রথম দিকে ইউয়ান বরাবরই ছিলেন আন্ডারডগ। ১৯৯৭ সালে চীন থেকে সিলিকন ভ্যালিতে পাড়ি জমান তিনি। চাকরি নেন মার্কিন সফটওয়্যার কোম্পানি ওয়েবেক্সে। সবার সাথে মানিয়ে নিতে শিখে ফেলেন ইংরেজি।
সে সময় তার লক্ষ্য ছিল সহজে ব্যবহারযোগ্য সাধারণ একটি ভিডিও কনফারেন্স ব্যবস্থা চালু করা। কিন্তু এ নিয়ে কেউই তেমন আগ্রহ দেখায়নি। বিনিয়োগকারীরা বলেছিলেন, বাজারে এর জায়গা নেই। ২০১৯ সালে প্রকাশ্যে আসে জুম, খুলে যায় ইউয়ানের বিলিয়নিয়ার হওয়ার দরজা। বৈশ্বিক মহামারীর আগে এক দিনে সর্বোচ্চ এক কোটি অংশগ্রহণকারী পেয়েছিল জুম। কিন্তু লকডাউন শুরু হলে এপ্রিলে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৩০ কোটিতে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা